Tuesday, April 18, 2017

বাংলা আমার গর্ব, আমার অহংকার!

বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার স্বর্গ।
বাংলা আমার সাত রাজার ধন,
বাংলা আমার গর্ব।
বাংলা আমার চোখের মণি,
বাংলা আমার জান।
এই ভাষাতেই কথা বলে
জুড়ায় আমার প্রাণ।
বাংলা আমার ভাইয়ের-মায়ের 
মুখে ফোটা হাসি।
বাংলার তরে জীবন দিতে
ভালোবেসে গলায় পরতে পারি ফাঁসি।
বাংলায় কথা কই গো আমি
বাংলায় কথা কই।
বাংলা ছাড়া মনের কথা,
কেমনে বলি সই?
বাংলা আমার জীবন-মরণ,
বাংলা আমার শ্বাস,
বাংলায় যেন মরতে পারি,
বাংলাতেই বসবাস।
বাংলা আমার প্রিয় স্বদেশ,
বাংলা আমার মা।
এই বাংলা ছেড়ে মাগো__
কোথাও যাবোনা।
বাংলা আমার গর্বিত মা,
গর্বিত বনানী।
বাংলা মাগো দূর করে দেয়,
সকল অশনি।
বাংলা আমার অবুঝ মনের মিষ্টি আশা,
সবুজ অহংকার।
বাংলা আমার ভালবাসা,
সোনায় মোড়া হীরের অলংকার! 

Monday, April 17, 2017

বঙ্গবন্ধুর অসাধারণ ৫টি উক্তি ====




১. আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের
দমাতে পারবে না। (As we have already learned how
to sacrifice our own lives, now no one can stop
us!) ২. রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো! (As we
have already shed blood, we are ready to shed
more blood!) ৩. এবারের সংগ্রাম আমাদের মুক্তির
সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম! (This
time the struggle is for our freedom, this time the
struggle is for our independence!) ৪. আমি তোমাদের
স্বাধীনতা দিয়েছি, যাও তোমরা এখন এটাকে রক্ষা কর। (I
have given you independence, now go and preserve
it.) ৫. আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের
মানুষকে ভালবাসি, সবচেয়ে বড়
দূর্বলতা আমি তাঁদেরকে খুব বেশী ভালবাসি। (My
greatest strength is the love for my people, my
greatest weakness is that I love them too much.

Thursday, April 13, 2017

নতুন বছরের নতুন আলোয় উদ্ভাসিত হোক আপনার জীবন। নববর্ষের(১৪২৪)শুভেচ্ছা।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।চলুন দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে এগিয়ে যাই । ১৪২৪সাল হোক গণতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ গড়ার বছর।কোটি বাঙালীর অর্জিত স্বাধীনতা সমুন্নত থাক। সকল অনিশ্চিয়তা ,অস্থিতিশীলতা দূর হোক। পরস্পরকে শ্রদ্ধা করতে শিখি। সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ হাতে হাত মিলিয়ে সকল বিভেদ মাটি চাপা দিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ি।গত বছরের ব্যর্থতা গুলো এবছর সফলতা পাক।নতুন নতুন আনন্দ আর গানে ভরে উঠুক সবার জীবন।

Wednesday, April 12, 2017

প্রযুক্তির দুনিয়ায় কিছু সংক্ষিপ্ত শব্দের পুর্ন রুপ জানুন৷


প্রযুক্তির দুনিয়ায় কিছু সংক্ষিপ্ত শব্দের পুর্ন রুপ জানুন৷ অামরা নিয়মিত কিছু তথ্য অাপনাদের জন্য প্রকাশ করব৷
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Code
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ— Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Doc**ent (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Doc**ent Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control
Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
বন্ধুরা প্রয়োজনে এই টিপস গুলো কাজে
লাগবে৷ এই টিপস গুলো অামাদের জীবনের

Wednesday, April 5, 2017

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্নির্বাচিত হওয়া বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ঃ ডানকান


বাংলাদেশে সফররত ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এলান ডানকান পুনরায় সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পুনঃনির্বার্চিত হওয়া এবং সরকার গঠন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়।

তিনি আজ সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
বৈঠকে এলান ডানকান বলেন, তাঁর সরকার বর্তমান সরকারের সাথে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা করতে চায়।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস শিল্পের উন্নয়নে তাঁর সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পে শ্রমিকদের বেতন ২২৯ ভাগ বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে গার্মেন্টস পরিদর্শক পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং গার্মেন্টসের কর্ম পরিবেশ মনিটরিং করার জন্য কেবিনেট কমিটি গঠন করে দেয়া হয়েছে।
শিক্ষা এবং কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি, স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘আমার রাজনীতি হচ্ছে গার্মেন্টস ও অন্যান্য শ্রমিক এবং মেহনতি মানুষের জীবন উন্নয়নের জন্য। সেজন্য আমার নিজের তাগিদ থেকে সব সময় তাদের জন্য কিছু করার চেষ্টা করি।’
তিনি বলেন, বায়াররা যদি গার্মেন্টস উৎপাদিত পণ্যের মূল্য আরো বেশি দিত, তাহলে এ শিল্পের শ্রমিকদের কল্যাণে উপকার হতো।
এলান ডানকান আগামী জুনে লন্ডনে অনুষ্ঠিতব্য যৌন নিপীড়ন বিরোধী শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তাঁর আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে চেষ্টা করবেন।
এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়া উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।
পরে ভারতের বিদ্যুৎ সচিব প্রদীপ কুমার সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দু’দেশের বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া আলোচনায় প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সাথেও বিদ্যুৎ খাতে সহযোগিতা বিষয়টিও স্থান পায়।
বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম উপস্থিত ছিলেন।

On a rainy day

On a rainy day, it rains all day long. A rainy day is dull and gloomy. The sky is overcast with thick clouds. None can go out without an umbrella. Water stands the roads and roads become muddy and slippery. Those who have offices and other businesses go out with umbrellas over their head, shoes in hand and clothes folded up to the knee. Passers-by also move in the same way. Sometimes people slip and fall on the muddy road. When it rains in torrents, people get drenched and stop midway. The poor suffer much on a rainy day. They cannot go out in quest of work and cannot earn their daily food. They pass the day through sufferings. Most of the students do not go to the school. Only a few go to the school, but they get drenched on the way. So, classes are not held and it is a day of great joy to them. Other people stay at home and pass the day without doing anything. The cattle keep standing in their sheds and bellow. A rainy day is a mixed day of joy and sorrow. Despite all its disadvantages, we enjoy ourselves on this day. It brings some variety to our monotonous life.