বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার স্বর্গ।
বাংলা আমার সাত রাজার ধন,
বাংলা আমার গর্ব।
বাংলা আমার চোখের মণি,
বাংলা আমার জান।
এই ভাষাতেই কথা বলে
জুড়ায় আমার প্রাণ।
বাংলা আমার ভাইয়ের-মায়ের
মুখে ফোটা হাসি।
বাংলার তরে জীবন দিতে
ভালোবেসে গলায় পরতে পারি ফাঁসি।
বাংলায় কথা কই গো আমি
বাংলায় কথা কই।
বাংলা ছাড়া মনের কথা,
কেমনে বলি সই?
বাংলা আমার জীবন-মরণ,
বাংলা আমার শ্বাস,
বাংলায় যেন মরতে পারি,
বাংলাতেই বসবাস।
বাংলা আমার প্রিয় স্বদেশ,
বাংলা আমার মা।
এই বাংলা ছেড়ে মাগো__
কোথাও যাবোনা।
বাংলা আমার গর্বিত মা,
গর্বিত বনানী।
বাংলা মাগো দূর করে দেয়,
সকল অশনি।
বাংলা আমার অবুঝ মনের মিষ্টি আশা,
সবুজ অহংকার।
বাংলা আমার ভালবাসা,
সোনায় মোড়া হীরের অলংকার!
No comments:
Post a Comment