Wednesday, April 5, 2017

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্নির্বাচিত হওয়া বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ঃ ডানকান


বাংলাদেশে সফররত ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এলান ডানকান পুনরায় সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পুনঃনির্বার্চিত হওয়া এবং সরকার গঠন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়।

তিনি আজ সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
বৈঠকে এলান ডানকান বলেন, তাঁর সরকার বর্তমান সরকারের সাথে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা করতে চায়।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস শিল্পের উন্নয়নে তাঁর সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পে শ্রমিকদের বেতন ২২৯ ভাগ বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে গার্মেন্টস পরিদর্শক পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং গার্মেন্টসের কর্ম পরিবেশ মনিটরিং করার জন্য কেবিনেট কমিটি গঠন করে দেয়া হয়েছে।
শিক্ষা এবং কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি, স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘আমার রাজনীতি হচ্ছে গার্মেন্টস ও অন্যান্য শ্রমিক এবং মেহনতি মানুষের জীবন উন্নয়নের জন্য। সেজন্য আমার নিজের তাগিদ থেকে সব সময় তাদের জন্য কিছু করার চেষ্টা করি।’
তিনি বলেন, বায়াররা যদি গার্মেন্টস উৎপাদিত পণ্যের মূল্য আরো বেশি দিত, তাহলে এ শিল্পের শ্রমিকদের কল্যাণে উপকার হতো।
এলান ডানকান আগামী জুনে লন্ডনে অনুষ্ঠিতব্য যৌন নিপীড়ন বিরোধী শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তাঁর আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে চেষ্টা করবেন।
এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়া উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।
পরে ভারতের বিদ্যুৎ সচিব প্রদীপ কুমার সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দু’দেশের বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া আলোচনায় প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সাথেও বিদ্যুৎ খাতে সহযোগিতা বিষয়টিও স্থান পায়।
বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment