আসলে পৃথিবীতে মানুষ চেনা বোধহয় সব থেকে কঠিন কাজ।আমরা যদি ভালো আর খারাপ মানুষের তফাত্ টা আমাদের কোন ক্ষতি হওয়ার আগেই বুঝতে পারতাম,তাহলে তো আমাদের কখনও কোন অনিষ্ট হতই না।কিন্তু দূর্ভাগ্য!আমরা দূর্ঘটনা ঘটার পর মানুষকে চিনতে পারি।তবে একটা তো পথ থাকবেই।যেভাবে বলা হয়,অপরাধী যতই চতুর হোক না কেন একটা না একটা ভুল করেই,ঠিক তেমন কিছু কিছু মানুষের আচরন দেখেই মানুষকে চেনা যায়।বাংলায় একটা প্রবাদ আমরা সবাই জানি যে "অতি ভক্তি চোরের লক্ষন"! ঠিক তেমনই যে আপনার ক্ষতি করতে চায় সে অতি ভালোমানুষী দেখিয়ে আপনাকে ধীরে ধীরে বিপদের পথে নিয়ে যাবে।তারপর সুযোগ বুঝেই বিপদের দিকে ঠেলে দিবে।তাই এইসকল অতি ভালোমানুষীর আচরন করা মানুষ গুলোর থেকে সাবধান থাকা উচিত।নিজের মেধা বুদ্ধি দিয়ে যাচাই করে পথ চললে এদের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
No comments:
Post a Comment