ভুল থেকে যারা সংশোধিত হতে পারে না, তারা কখনও নিজেকে সংশোধিত করে,নির্দিষ্ট লক্ষে পৌছতে পারবে না।
যারা নিজেকে খুব বুদ্ধিমান ভাবে,অন্যকে বোকা ভাবে,তারা নিজেই বোকা এবং মিথ্যাবাদী হিসেবে আত্মপ্রকাশ লাভ করে সমাজের মাঝে।
যারা অন্যকে নিয়ে খেলা করতে ভালবাসে,তারা নিজেই সেই খেলায় কিভাবে আশক্ত করে তোলে,তারা নিজেই জানে না।বরং নিজের অজান্তেই অন্যের ক্ষতির চেয়ে উপকার করে তোলে।
যারা অভিনয় করে বেড়ায়,ছন্দের তালে,তালে।তারা নিজেরাই একদিন নিজের বিবেকের সাথে অভিনয়ের আশক্তে বন্ধি জীবন-যুদ্ধে সংগ্রাম করে চলে।
মিথ্যা বলতে, বলতে একদিন সত্যটাই মিথ্যে হয়ে,জীবন হয়ে ওঠে অন্ধকারময়।
সুন্দর্য,ঐশ্বর্য্যের,স্বার্থের-পিছনে যারা ছুটে চলে,তারা একদিন-নিজস্ব সকল কিছু হারিয়ে,হায়-হায় হতাশা করে,নীরভে অন্ধকারে লোনা জ্বলে ডোবে থাকে,এবং নিজেকে নিস্ব করে তোলে। নিঃস্বঙ্গ করে তোলে,তখন হতাশায় জ্বলে কাঠি সোনা হবার বৃথা চেষ্টা করে,-কারন আমরা যে """মা.......নু.........ষ
No comments:
Post a Comment